বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে ৫০ একর জমিতে বোরো ধানের সমলয় চাষাবাদ কর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক ।

২৭্ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী ও কম্বাইন্ড হারভেস্টারের সাহায্যে ধান কর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, পিরোজপুর জেলা প্রশাসক জনাব আবু আলী মো: সাজ্জাদ হোসেন।

সীমিত পরিসরে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসক, এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক পিরোজপুর চিন্ময় রায়, উপজেলা পরিষদ অমূল্য রঞ্জন হালদার, নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জনাব সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা কৃষি কর্মকর্তা দিকবিজয় হাজরা,উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুির রহমান, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান আতিয়ার,কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য আতিয়ার রহমান চৌধরী নান্নু, উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের অফিসার , সাংবাদিকবৃন্দ।