বিশেষ সংবাদদাতা :

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আজ (২৮ মে) বুধবার ৯টি ইউনিয়নে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের ( সরকারি) চাল বিতরণ করা হয়েছে ।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে, উপজেলার ৯টি ইউনিয়নে সর্বমোট মোট ১১১.৮ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতিটি ইউনিয়নে বরাদ্দ কৃত চাল দিয়ে প্রত্যেক উপকার ভুগির মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন শেষে শাখারীকাঠি ইউনিয়নে চেয়ারম্যান খালিদ হোসেন সজলের উপস্থিতিতে চাল বিতরণ পরিদর্শন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস , বিআর ডিপি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, জন স্বাস্থ্য কর্মকর্তা মোঃ রুবেল হোসেন ,নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম সিপার,
দৈনিক আমার পিরোজপুর এর সম্পাদক অনুপ কুমার সিকদার প্রমুখ ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, আমি বিজিএফ এর চাল বিতরণের জন‍্য ট‍্যাগ অফিসার নিয়োগ করেছি এবং তাদের উপস্থিতিতে চাল বিতরণ করা হচ্ছে আমি নিজেও চাল বিতরন পরিদর্শন করেছি।