বিশেষ সংবাদদাতা

সারা দেশের ন্যায় বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে কর্মসূচীর ১ম দিনে রবিবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নাজিরপুরের এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রিয়াজ মাহামুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ, থানা পুলিশ-বিজিবি, র‌্যাবসহ যৌথবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ বলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ, বিজিবি ও আনসারের সমন্বয়ে যৌথ টহল চলমান থাকবে।