নাজিপুর(পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুর জেলার নাজিরপুরে আইনী সহয়তা নিশ্চিত করি সুবিচারে সমাজ গড়ি এই স্লোগান সমানে রেখে। ২৮ এপ্রিল জাতীয় আইনী সহয়তা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ২৭ এপ্রিল দুপুরে উপজেলা ব্র্যাক অফিস কার্যালয় সামাজিক সমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বকারী আঞ্চলিক ব্যবস্থাপক শিমুল কবির, পরিচালনায় এ সও (সেপ) মোসা: সাকিলা আরজু।