বিশেষ সংবাদদাতা

রমজান মাসে হাট-বাজারে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোট চালিয়ে যাচ্ছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ডাঃ সঞ্জীব দাস।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় (৪ এপ্রিল) মঙ্গলবার দুপুরে দীঘিরজান, চৌঠাই মহল বাজারে মনিটরিং করেন এসময় বাজারের বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিধারিত মূল্য বিক্রয় করার কথা বলেন। অতি মুনাফালোভী অসাধু ব্যবসায়ী বিভিন্ন অজুহাতে অধিক মূল্যে পণ্য বিক্রি করার সুযোগ খুঁজতে থাকেন। বিষয়টি মাথায় রেখে ইউএনও ডাঃ সঞ্জীব দাস উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং ও মোবাইল কোট চালিয়ে যাচ্ছেন।
ব্যবসায়ীদের সাথে কথা বলছেন জানছেন তাদের সুবিধা অসুবিধার কথা।

ইউএনও’ জানান, এই অভিযান চলমান থাকবে। এর ফলে পণ্যমূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে এবং ক্রেতাসাধারণ নিধারিত মূল্য ক্রয় করতে পারবে আশা করি । ভোক্তা অধিকার আইনে ২ জনকে মোবাইল কোটের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মোঃ মাহাবুব হোসেন।