বিশেষ সংবাদদাতা:

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের ১২৪ নং মুনিরাবাদ সঃপ্রাঃবিদ্যালয় ভোট কেন্দ্র সহ মোট ৯ টি কেন্দ্র পরিদর্শন করেন,এই সব কেন্দ্র জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহত হবে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পযন্ত ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন,নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা আজরিন তন্বী। এসময় উপস্থিত ছিলেন ৯নং কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসনাত সহ ইউপি সদস্য,  প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন, স্থানীয় শিক্ষক ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা সূত্রে জানাযায়, উপজেলায় মোট ভোট কেন্দ্র ৭২টি।