বিশেষ সংবাদদাতা

(২০ অক্টোবর) শুক্রবার রাতে নাজিরপুর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন পিরোজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় তিনি সুষ্ঠুভাবে দুর্গা পূজা অনুষ্ঠানে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাধবী রায়, মানবিক উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ; পিরোজপুর সদর জনাব আহমেদ সাব্বির সাজ্জাদ; সহকারী কমিশনার(ভূমি), পিরোজপুর সদর জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা;
সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারহান ফাইয়াজ; ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নাজিরপুর থানা জনাব মো: হুমায়ুন কবির ; পূজা উদযাপন পরিষদ, পিরোজপুর জেলা শাখার সভাপতি বাবু সুখরঞ্জন ব্যাপারী; পূজা উদযাপন পরিষদ, নাজিরপুর উপজেলা শাখার সভাপতি বাবুচঞ্চল কান্তি বিশ্বাস; নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল শিকদার ; সংশ্লিষ্ট মন্দির কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।