বিশেষ প্রতিবেদক

করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারনে সরকার জনস্বার্থে, জনসচেতনতার জন্য সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষনা করেন। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাজার কমিটির সাথে থানা (ইনর্চাজ) ওসি শেখ আস্ররাফুজ্জামানের অফিস কক্ষে, সোমবার বিকালে , করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে কারনে সরকার জনস্বার্থে, জনসচেতনতার জন্য জরুরী মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন,পুলিশ পরির্দশক ওসি (তদন্ত) মো. জাকারিয়া, নাজিরপুর বাজার কমিটির সভাপতি পান্নু ফরাজী,সাধারন সম্পাদক কামাল শেখ, শ্রীরামকাঠি বাজার কমিটির উপদেষ্টা সাজাহান খান ,সভাপতি সঞ্জয় দাস,চৌঠাইমহল বাজার কমিটির সভাপতি হালিমশেখ, সাধারণ সম্পাদক জাকির মল্লিক । ওসি শেখ আ¯্ররাফুজ্জামান তিনি বলেন, সরকারি নির্দেশনা পালন করতে হবে। যেমন ওষুধের দোকান ২৪ঘন্টা খোলা থাকবে, রেষ্টুরেন্ট পার্সেল নেয়া যাবে, রেষ্টুরেষ্টে বসে খাবার পরিবেশন করা যাবেনা। নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দোকান খোলা থাকবে। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, আমাদের অভিযান চলমান থাকবে।