বিশেষ সংবাদদাতা:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের দিঘিরজান বাজারে ১৬ সেপ্টেম্বর শনিবার বিকালে, সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করা হচ্ছে কিনা তা তদারকি করে ভ্রাম্যমান আদালত। অধিক মূল্যে পণ্য বিক্রয়, দ্রব্যমূল্যের তালিকা না থাকা, ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা প্রভৃতি অপরাধে ০৩ টি মামলায় অর্থদণ্ড আরোপ করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ তিনি বলেন উপজেলার বিভিন্ন হাট বাজার তদারকি অব্যাহত
থাকবে।
এসময় উপস্থিত ছিলেন নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাসেল শিকদার, বাজার কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।