বিশেষ সংবাদদতা

পিরোজপুর জেলার নাজিরপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করতে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২০মার্চ) উপজেলা নির্বাহীক র্তকর্তা ডাক্তার সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রেসব্রিফিং-এউপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনখান, উপজেলা প্রকল্প বাস্তবায় নকর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি লাহেল মাহমুদ, দেশের কন্ঠ প্রতিনিধি শেখ মোস্তাফিজুর রহমান লাভলু ইত্তেফাক প্রতিনিধি অনুপকুমার সিকদার ,সমকাল প্রতিনিধি মো. তাওহীদল ইসলাম, নয়াদিগš প্রতিনিধি মো. আল আমীন হাজরা , প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চতুর্থ ধাপে উপজেলার ৩১০ জন ভূমিহীন-গৃহ হীনের নামেজমি ও পাকা ঘর বরাদ্দ করা হয়েছে। আগামী ২২ মার্চ ওই সব ঘর হস্তান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী নাজিরপুরকে ভূমিহীন মুক্ত ঘোষনা করবেন। এ ছাড়া এর আগে ৮২১ জন ভূমিহীন – গৃহহীনকে জমিসহ পাকা ঘর প্রদান করা হয়েছে