বিশেষ সংবাদদাতা :

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে দুই স্কু‌লের ছাত্র ছাত্রী‌দের মা‌ঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর হস্তক্ষেপে মীমাংসা হয়েছে।

আজ শনিবার( ৩১মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় উভয় স্কুলের শিক্ষকগণ ও সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচিত ঘটনাটির সুষ্ঠ সমাধান করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ফজলে রাব্বি।

এবিষয়ে বরইবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও
বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় মালাকার ও সুব্রত কুমার রায় বলেন, আমাদের স্কুল দুটির মাঝে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, পরবর্তীতে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি বলেন, উপজেলার দুটি স্কুলের মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আহতদের চিকিৎসা করানো হয়েছে। আজ আমার কার্যালয়ে উভয় স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট এলাকাবাসীদের ডেকে বিষয়টির মীমাংসা করে দেওয়া হয়।

উল্লেখ্য গত বুধবার (২৮ মে) দুপু‌রে উপ‌জেলার বরইবু‌নিয়া বা‌লিকা মাধ‌্যমিক বিদ‌্যালয় ও বরইবু‌নিয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের ছাত্র ছাত্রী‌দের মাঝে মারামারিও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । এ ঘটনায় ছাত্র ছাত্রী সহ বা‌লিকা মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের সহকা‌রি শিক্ষক বখ‌তিয়ার হো‌সেন গুরুত্বর আহত হয়।
আহত‌দের ম‌ধ্যে বা‌লিকা মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়েরই ৬ জন ছাত্রী আহত হয়। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা , সুষ্ঠু মীমাংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেনীর প্রশংসা করেন।