বিশেষ সংবাদদাতা

প্রতিবছরের ন্যায় ঈদুল ফিতর – ২০২৩ উপলক্ষে ঈদের আনন্দ দেওয়ার জন্য তালতলি উপজেলার পচাড়ালিয়ার শিশু-কিশোরদের মাঝে পোশাক ও শাড়ী লুঙ্গি বিতরণের আয়োজন করেন কিশোর কলি উন্নয়ন পরিষদ । (২০ এপ্রিল ২০২৩) বৃস্পতিবার সকালে বরগুনা জেলার তালতলি উপজেলার পচাড়ালিয়া কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কলি উন্নয়নের পরিষদের প্রতিষ্ঠাতা এইচ এম মহিবুল্লাহ্ ,কিশোর কলি উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিসেস হামিদা এনি, কিশোর কলির সাধারণ সম্পাদক রাসেল মৃর্ধা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, বাইজিদ আহমেদ, সোহেল রানা, জহির উদ্দিন, শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মিঠু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কিশোর কলির নেতৃবৃন্দ। ৪০০ শিশু-কিশোরদের মাঝে বস্ত্র বিতরণ।
উল্লেখ্য যে ১৯৯৭ সাল থেকে কিশোর কলি উন্নয়ন পরিষদ বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিশু কিশোর, বৃদ্ধদের ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য পোষাক,শাড়ী,লুঙ্গি বিতরণ করে আসছেন। কিশোর কলি উন্নয়নের পরিষদের প্রতিষ্ঠাতা জনাব এইচ এম মহিববুল্লার সহ বিশিষ্ট দানশীল ও সমাজ সেবকদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।