পিরোজপুর সংবাদদাতা

পিরোজপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে দিকে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং ২০১৪ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে এর আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি। প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এসময় বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতোনা, আর শেখ হাসিনার জন্ম না হলে ডিজিটাল বাংলাদেশ হতোনা। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর কেবল স্বপ্ন নয়, বাস্তবতা। তথ্য প্রযুক্তির বিকাশের মাধ্যমে দ্রুত গতিতে দেশ জুড়ে প্রসারিত হচ্ছে ডিজিটাল সেবা। শহর থেকে শুরু করে দূর্গম প্রান্তিক এলাকায় জনসাধারণের জীবনেও লেগেছে ডিজিটাল স্পর্শ। প্রযুক্তির কল্যাণে গ্রাম-শহরের দূরত্ব কমেছে যার ফলে সবাই এর সুফল ভোগ করছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাঈদুর রহমান পিপিএম সেবা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মাধুরী রায়, সিভিল সার্জন ডাঃ মো. হাসনাত ইউসূফ জ্যাকী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলুসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারগন এসময় উপস্থিত ছিলেন। ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের উদ্যোগে ডিজিটাল পণ্য এবং ডিজিটাল সেবা নিয়ে মোট ৪০ টি স্টল স্থাপন করা হয়েছে।