চট্টগ্রাম বন্দরের প্রধান ব্যস্ততম কানেক্টিং সড়ক। এ সড়কের দু’পাশে ছোট-বড় প্রতিষ্ঠানের মালিকেরা ট্রাক, কভারভ্যান, ট্রেলার ও ক্রেরেট দ্বারা অবৈধ পার্কিং করায় প্রায় সময় সড়কে যানজট লেগে থাকে। যানজটমুক্ত সড়ক এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সৃ-দৃষ্টি কামনা করছেন পথচারীরা। গতকাল দুপুর ১টার সময় নগরীর ৩৬ নং ওয়ার্ড নিমতলা এলাকা থেকে তোলা ছবি-মো: আলাউদ্দিন।
ট্রাক, কভারভ্যান, ট্রেলার ও ক্রেরেট দ্বারা অবৈধ পার্কিং
