জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা ভাই-বোন। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপজেলার পাথর্শী ইউনিয়নের হারিয়াবাড়ী গ্রামে তাদের লাশ উদ্ধার করে।
নিহত দুই শিশু হলো আলামিন মিয়া (৭) ও তার ছোট বোন আলফিনা (৫)। তাদের বাবার নাম আনোয়ার হোসেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, হারিয়াবাড়ী গ্রামটি বন্যায় প্লাবিত হয়েছে। আজ দুপুরে আলামিন ও আলফিনা বন্যার পানিতে নামে। পরে দুজনই পানির স্রোতে ভেসে যায়। খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285