বিশেষ সংবাদদাতা:

স্বাধীনতার মহান স্থপতি ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নানান কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট সোমবার উপজেলা চত্তর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি রন, অর্পণ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমে পক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ, সহকারী কমিশনার(ভূমি) আল মামুন, থানা ইনর্চাজ অফিসার হুমান কবির , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নির্জর কান্তি বিশ্বাস ,উপজেলা কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব শেখ নজরুল ইসলাম বাবুল, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ

মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লীগের সভাপতি তুহিন হালদার তিমির, সাধারণ সম্পাদক আল আমিন খান,উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম তাপস, যুগ্ন আহবায়ক আল আমিন খান প্রমুখ। এরপরে মহিলা সংরক্ষিত আসনের এমপি শেখ এ্যানি রহমানে পক্ষে দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধঞ্জলি অর্পণ করেন। এরপরে
এ সময় জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের আতœার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন দপ্তর ও সংগঠন পর্যায়ক্রমে পুর্স্পক অর্পণ করে।
এছাড়া শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও কৃষকলীগ সহ সহযোগী সংগঠন শোক র‌্যালীর আয়োজন করেন। র‌্যালীর নেতৃত্ব দেন উপজেলা কৃষকলীগের আহবায়ক আলহাজ্ব শেখ নজরুল ইসলাম বাবুল ,র‌্যালী শেষে আলোচনাসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।