এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ʼনিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশʼ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষন হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ জুলাই) থেকে শুরু এই মৎস্য সপ্তাহ চলবে আগামী ২৯ শে জুলাই পর্যন্ত। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সারা দেশের ন্যায় আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল বিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম স্যারের নিদের্শ
নায় কাজ করে যাচ্ছি। উপজেলার প্রতন্ত অঞ্চলের বিলডুমুরিয়া অভয় আশ্রমে মাছ চাষ করার লক্ষ্য স্থানীয় মাছ চাষিদের সাথে আলাপ আলোচনা করে যাচ্ছি, মাছের অভয় আশ্রম হলে ব্যাপক মাছ উৎপাদন হবে।
প্রেসক্লাবের সভাপতি ছিদ্দিকুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আকরাম আলী ডাকুয়া, সাবেক সভাপতি লাহেল মাহামুদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লাভলু, সাংবাদিক আল আমিন হাজরা । এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য বৃন্দ্।