আমিনুল ইসলাম শাহীন চট্টগ্রাম থেকে:
চট্টগ্রাম বন্দর নগরীর বন্দর রিপাবলিক ক্লাব শহীদ মিনারে সকাল ৮:৪৫ সময় মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষ্যে বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সিবিএ এর সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সিবিএ এর সভাপতি নাজিম উদ্দিন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে তাঁর অনভ‚তি জানতে চাইলে, তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণায় নিষ্ঠা, সততা ও মহান আতœত্যাগের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো ঊনার সুযোগ্য কন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নয়নের নিয়ে যাচ্ছে। বিশ্ববাজারে উন্নত রাষ্ট্র হিসেবে স্থান পাবে। সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম ফটিক বলেন, শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা এই দেশ স্বাধীন পেতাম না, পারতাম না আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি।