চট্টগ্রাম থেকে:
চট্টগ্রাম বন্দর নগরীর বন্দর রিপাবলিক ক্লাব শহীদ মিনারে সকাল ৮:৩০ সময় মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষ্যে স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি, বিএন ও বন্দরের সকল সদস্যবৃন্দ। এ সময় বন্দর চেয়ারম্যান এম শাহজাহান, এনপিপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাঁর অনভ‚তি জানতে চাইলে, তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণায় নিষ্ঠা, সততা ও মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো ঊনার সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সকলেই আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্ববাজারে উন্নত রাষ্ট্র হিসেবে স্থান পাবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মহান স্বাধীনতা দিবসে শহীদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন
