চট্টগ্রাম নগরীর ব্যাস্ততম স্ট্যান্ড রোড মাঝিরঘাট সড়ক। বন্দর থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান গাড়িগুলো এই সড়ক দিয়ে নগরীর পাইকারী বাজার চাক্তাই, খাতুনগঞ্জ, রিয়াজউদ্দীন বাজার যায়। দীর্ঘদিন যাবৎ এ সড়কের দুইপার্শ্বের নালার ও সড়কের উন্নয়ন কাজ থেমে থেমে চলছে। অন্যদিকে সড়কের ধুলাবালির ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী, পরিবহন শ্রমিক ও পথচারীরা। সড়কের পাশের কিছু কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ধুলাবালির কারণে বন্ধ হয়ে গেছে। সড়কে পানি দিয়ে ধুলাবালি নিরসন করার জন্য ও দ্রুত সড়কের উন্নয়ন কাজ সমাপ্তি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন পরিবহন শ্রমিক, এলাকাবাসী ও পথচারীরা। গতকাল দুপুর ২.০০ সময় স্ট্যান্ড রোড নাহার বিল্ডিং এলাকা থেকে তোলা ছবি-মোঃ আলাউদ্দিন।