নিজস্ব সংবাদদাতা
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, কিছু অর্জন করতে গেলে বঙ্গবন্ধুর বিখ্যাত একটি বানী মহৎ অর্জনের জন্য মহৎ ত্যাগ শিকার,রাজনীতিটা এত সহজ না। জনগনের ভালবাসা অর্জন করতে তাদের সাথে মিসতে হয়েছে,তাদের সাথে সম্পর্ক গড়তে হয়েছে। আমি নাজিরপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হয়েছিলাম ১৯৮৮ সালে রহিম ডিলার,সোবাহান মেম্বার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব মেকার,রাজ্জাক মেম্বার তখন তারা ছিল। ১৯৮৮ সালে শুরু করে ১৯ সালে এসে নির্বাচন করতে পেরেছি। এই দীর্ঘ হেটে হেটে আজকে অর্জন করতে হয়েছে। আমি অনুরোধ করবো আমার কর্মীদের অর্জন যেন বির্সজনের মত না পৌছায় । আপনাদের মনে রাখতে হবে আমার বিরুদ্ধে পতিতা ভাড়া করে ন্যাক্ক্যার জনক ভিডিও ভাড়া করে বাজারে ছেড়েছে,তারা কিন্তু এখনো শেষ হয়ে যাইনি,তারা এখনো আমার পিছনে লেগে আছে। তারা সরকারি সংস্থায় মিথ্যা তথ্যদেয় প্রশাসনের কাউকে কাউকে অর্থদিয়ে মেনেজ করে, ঢাকার রাজনীতিবিদদের মিথ্যা তথ্যদেয়। আমার কিন্তু এখনো লড়াই করে চলতে হয়। এই এলাকা একটা সময় অবহেলিত ছিল,আমি এমপি হওয়ায় যে, উন্নয়ন হয়েছে ৫০ বছরে সম্ভব ছিলনা, আমার মাথায় আছে কথায় কি লাগবে,আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করুন তিনি ভাল থাকলে দেশ ভাল থাকবে আমরা ভাল থাকবো দেশে উন্নয়ন হবে। নির্বাচনের সময় আপনারা অনেকে ঝুকি নিয়ে আমার পক্ষে কাজ করেছেন আপনাদের কাছে আমি ঋণী, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আপনাদের পাশে আছি।
আজ শনিবার (৯ মার্চ)রাতে ১০টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বিচিত্রা অনুষ্ঠানে নাজমুল হুদা স্বপনের সভাপেিতত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউল হাসান, দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এসএম নুরে আলম সিদ্দিকী, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন চৌধরী, থানা ইনর্চাজ অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেদাউস রুনা, ৯নং কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম,স্থানীয় আওয়ামীরীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
এমপি আরো বলেন, আত্ম কলহ মানুষকে দংশ করে,কোন্দল মানুষকে দংশ করে এপযন্ত যত পতন এসেছে আত্ম কলহের কারনে। আমার আশঙ্কা কেউ কেউ কাজ করতেছেন দয়া করে এটা কেহ করবেনা। আমরা মিলেমিশে থাকতে চাই, আমাকে যারা ভোটদিয়েছে ওই মানুষ আমার সব সময় প্রয়োজন আছে এবং থাকবে। আমি আপনাদের পাশে সব সময় আছি।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285