পিরোজপুর প্রতিনিধি:

দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকা ১৪ বছরে পদার্পণ উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে আমাদের কণ্ঠ’র পিরোজপুর জেলা অফিসের আয়োজনে স্থানীয় বিশ^বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংসদ মিলনায়তনে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী, পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রাস কৃষ্ণ দাস,পিরোজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফসিউল ইসলাম বা”্চু, পৌর কাউন্সিলর আ: ছালাম বাতেন,বিসিএস সাধারন শিক্ষা সমিতি,পিরোজপুর জেলা ইউনিটের সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক সেখ রফিকুল ইসলাম,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু। দৈনিক আমাদের কণ্ঠ’র জেলা প্রতিনিধি মো: খেলাফত হোসেন খসরুর সভাপতিতে¦ অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা,ভান্ডারিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক আ: আউয়াল,সুপ্র’ জেলা সম্পাদক মইনুল আহসান মুন্না,প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ্যাড. রেজাউল ইসলাম শামীম, দৈনিক আমাদের কণ্ঠ’র স্টাফ রিপোর্টার জুবায়ের আলর-মামুন প্রমূখ। পরে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়। উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংবাদকর্মী,পত্রিকা পাঠক,শুভাকাঙ্খী,শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিতর ব্যক্তি-বর্গ উপস্থিত ছিলেন।