বিশেষ প্রতিবেদক
পিরোজপুর জেলা পরিষদ কতৃক করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধকল্পে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার জনসাধারনের জন্য স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠান(২০২১) আয়োজন করেছে পিরোজপুর জেলা পরিষদ
(২৫এপ্রিল) রবিবার বিকালে উপজেলা পাবলিক লাইব্ররী মিলনায়তনে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ তিনি বক্তব্য বলেন, মহামারি করোনা (ভাইরাস) প্রতিরোধকল্পে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ত মানতে হবে। মাস্ক ব্যবহার সহ নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এবং আমাদের নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে হবে ।আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন,আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করছি। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের পরার্মশ নিয়ে উন্নয়ন মূলক কাজ করার চেষ্টা করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান,জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, নাজিরপুর প্রেসক্লাব সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন প্রমুখ। এসময় উপস্থিত থানা ইনর্চাজ ওসি শেখ আশ্ররাফুজামান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, ৯টি ইউনিয়ন চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ। ২১৩ প্যাকেট স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আপনাদের সঙ্গে নিয়ে উন্নয়ন মুলক কাজ করছি—জেলা পরিষদ চেয়ারম্যান
